মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫০ মিলিয়ন ওন (প্রায় ৪২,০০০ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কিম গো-ইউন। বুধবার (২ এপ্রিল) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস এই ঘোষণা দিয়েছে।
কোরীয় গণমাধ্যম জানিয়েছে, এই তহবিল মিয়ানমারের মধ্য ও উত্তরাঞ্চলে জরুরি ত্রাণ কার্যক্রমে ব্যয় হবে, যেখানে বিশেষ করে শিশুদের জন্য খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ এবং মনোসামাজিক সহায়তা কর্মসূচি (পিএসএস) চালানো হবে।
মিয়ানমারে গৃহযুদ্ধের পাশাপাশি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৮ মার্চের ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং উদ্ধার কাজ চলছে।
কিম গো-ইউন তার অনুদানের বিষয়ে মন্তব্য করে বলেন, “অপ্রত্যাশিতভাবে মানুষের ঘরবাড়ি ও প্রিয়জন হারানোর কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। আশা করি এই সমর্থন শোকাহতদের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।”
অভিনেত্রীর জনহিতকর কাজের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২০ সালে কোভিড মহামারি চলাকালে ১০০ মিলিয়ন ওন অনুদান এবং ২০২৩ সালে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প দুর্গতদের জন্য ৩০ মিলিয়ন ওন সহায়তা দিয়েছিলেন। এছাড়া, নিজের দেশে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্তদেরও সহায়তা করেছেন তিনি।
কিম গো-ইউন ২০১২ সালে ‘আ মিউজ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron