মিয়ানমার সীমান্তে অস্ত্রভাণ্ডারে অভিযান, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

print news
img

মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি জঙ্গল থেকে মালিকবিহীন পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি একনালা বন্দুক এবং তিনটি শর্টগান।

রবিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫০ এর চার কিলোমিটার অভ্যন্তরে “চেয়ারম্যান ভাঙ্গা” নামক দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির দাবি, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত চোরাকারবারি ও সন্ত্রাসী ‘শাহিন ডাকাত গ্যাং’-এর গোপন আস্তানায় লুকানো ছিল। এই গ্যাংটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান, সীমান্তে চোরাচালান, সন্ত্রাস এবং অস্ত্রপাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “সম্প্রতি আটক হওয়া শাহিন ডাকাত ও তার সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই অস্ত্রভাণ্ডারে অভিযান চালিয়েছি।”

উদ্ধার হওয়া অস্ত্রগুলো আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ৫ জুন যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত চোরাকারবারি শাহিন ডাকাতকে আটক করে বিজিবি। তখনও তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছিল। রোববার রাতের অভিযানটি তারই ধারাবাহিকতা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *