সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার রাতে এক ব্যক্তির রাস্তায় মারধরের ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে মিশা সওদাগর বলা হয়। পরবর্তীতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মিশার একটি ছবি ছড়িয়ে পড়ায় অনেকেই ধারণা করেন, মারধরের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওই মারধরের ভিডিও ও ঘটনার সাথে মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটি তার হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করানোর সময় তোলা হয়েছে। মিশা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তারা অনুরোধ করেছেন, কারো বিভ্রান্তিকর পোস্টে বিশ্বাস না করতে।
অভিনেতা জায়েদ খান নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের ডালাসে মিশার হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি সবাইকে মিশার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘মিসড কল’ ছবির শুটিংয়ের সময় মিশা সওদাগর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন সমস্যায় ছিলেন এবং সেই ক্ষতির কারণে বর্তমানে অস্ত্রোপচার করাচ্ছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron