

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে,
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করে বা অবমাননা করে কোনো রাজনৈতিক দল বা সংগঠন সফল হতে পারে না।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। এটিকে ছোট করে, বিকৃত করে বা প্রশ্নবিদ্ধ করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারবে না। আমাদের ঐতিহ্য ও চেতনাকে একত্রিত করেই দেশকে এগিয়ে নিতে হবে।”
সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, গত দেড় দশক ধরে শেখ হাসিনা পরিবারতন্ত্র ও গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি বিদেশ থেকে রাজনীতির দিকনির্দেশনা দিচ্ছেন, আর দেশের কারাগারে থাকা নেতারা বিশেষ সুবিধা পাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে। তাদের মাদকাসক্ত ও ফাঁসির আসামিদের সঙ্গে বন্দি করে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “যদি সংস্কারের নামে কেবল সময়ক্ষেপণ করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। প্রকৃত সংস্কার এমন হতে হবে যাতে ফ্যাসিবাদের কবর রচিত হয় এবং জনগণ ন্যায়বিচার পায়।”
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু। এছাড়াও বিভিন্ন প্রকৌশলী নেতা এ সময় বক্তব্য দেন।