

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আলোচনায় দুই দেশই চুক্তিটি দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে আন্তরিক।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. খলিলুর রহমান বলেন, “আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষ চুক্তি চূড়ান্ত করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস