যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষেও অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি

print news
img

যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আজীবন ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন।”

দূতাবাস আরও জানায়, কনস্যুলার অফিসারদের কাছে প্রত্যেক আবেদনকারীর অভিবাসন ইতিহাস সংরক্ষিত থাকে। ফলে পূর্বের যেকোনো নিয়ম লঙ্ঘনের তথ্য তারা জানতে পারেন। এ প্রসঙ্গে বলা হয়, “ভুলবশত এমন কিছু করার সুযোগ নেই— আপনার দায়িত্ব হলো ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা।”

এর আগে, ১০ জুলাই দূতাবাস জানায়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করা বাধ্যতামূলক।

তখন দূতাবাস বলেছিল, আবেদনকারীরা যেন সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে আবেদন জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, বরং ভবিষ্যতেও ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *