স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে যমুনা সেতু পশ্চিম পাড়ে অবরোধ কর্মসূচি শুরু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২ জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে, যা আজ দুপুর থেকে থমকে আছে। ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকার দিক থেকে উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা বলেন, “স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন এবং বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।” আন্দোলনের অংশ হিসেবে এর আগে গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেলপথ অবরোধ করা হয়, যাতে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে এ আন্দোলন শুরু করেন। এরপর কয়েকদিন বগুড়ানগরবাড়ী মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়, যাতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের মতো প্রতীকী কর্মসূচিও আয়োজন করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron