রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলি করে হত্যার মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি অনুপস্থিত থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ১৬ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
এর আগে শুক্রবার রাজধানী থেকে নবী নেওয়াজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রমনায় গুলিবিদ্ধ হন গৃহকর্মী নিজা আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর নিহতের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ’ ১৭৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে নবী নেওয়াজ ১৭০ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
উল্লেখ্য, নবী নেওয়াজ ২০১৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঝিনাইদহ-৩ আসনের এমপি নির্বাচিত হন।রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী নিজা আক্তারকে গুলি করে হত্যার মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি অনুপস্থিত থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ১৬ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
এর আগে শুক্রবার রাজধানী থেকে নবী নেওয়াজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রমনায় গুলিবিদ্ধ হন গৃহকর্মী নিজা আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর নিহতের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ’ ১৭৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে নবী নেওয়াজ ১৭০ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।
উল্লেখ্য, নবী নেওয়াজ ২০১৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঝিনাইদহ-৩ আসনের এমপি নির্বাচিত হন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron