ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদল কর্মী রাকিব হত্যা মামলার প্রধান সাক্ষী ও এক সংবাদকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ ওয়াদুদ মিয়া বলেন, পাগলা থানার আলোচিত রাকিব হত্যাকাণ্ডে চার আসামি গ্রেপ্তার হওয়ার পর মূল আসামি ইয়াসিন গ্রুপের প্ররোচনায় এবং বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় গত ৯ এপ্রিল ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইয়াসিন গ্রুপের সদস্য সাবিত হোসেন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
ওয়াদুদ মিয়া আরও বলেন, “আমি জেলা যুবদলের সক্রিয় সদস্য। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
সংবাদ সম্মেলনে শিক্ষক ও মানবাধিকারকর্মী জিহাদ মণ্ডল অভিযোগ করেন, “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই ইয়াসিন গ্রুপ রাজনৈতিক ছত্রছায়ায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি বলেন, “আমরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষার জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাকিব হত্যা মামলার অন্যতম সাক্ষী জিয়াউর রহমান, নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লালু মেম্বার, আতিকুর রহমান, সাইফুল ইসলাম মণ্ডল, আশরাফুল আলম মণ্ডল ও মোমেন মণ্ডলসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
এছাড়াও গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron