রাজধানী ঢাকায় প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে পুরাতন বাণিজ্যমেলার মাঠে বড় ঈদ জামাত আয়োজন করা হচ্ছে, যা সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোর সময়সূচী হলো: সকাল ৭টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয়, ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং ১০টা ৪৫ মিনিটে পঞ্চম জামাত।
ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে।
এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, সলিমুল্লাহ মুসলিম হলসহ রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিশেষ প্রস্তুতির মাধ্যমে মুসল্লিদের জন্য নামাজের স্থানের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান জানিয়েছেন, পুরাতন বাণিজ্যমেলার মাঠে ১০ হাজার মানুষের জন্য নামাজের ব্যবস্থা করা হচ্ছে, এবং নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron