নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১,৬৭০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (২৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে।
রবিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ২৫৪টি গাড়ি ডাম্পিং এবং ১৩৬টি গাড়ি রেকার করা হয়। এছাড়া, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron