মোঃআশিকুর সরকার (রাব্বি)
-স্টাফ রিপোর্টারঃ(রংপুর)
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে রাজারহাট মহিলা কলেজের প্রভাষক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ভিয়েতনাম ও ক্রোয়েশিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে জন প্রতি ৪ থেকে ৬ লাখ টাকা করে প্রায় আড়াই কোটি টাকা নেন রবীন্দ্রনাথ কর্মকার। পরে তাদের হাতে দেন জাল ভিসা ও বিমানের জাল টিকিট। প্রতারিত আকাশ চন্দ্র (২৫) বলেন, “দুই শতক ভিটেমাটি আর মায়ের অলংকার বিক্রি করে টাকা দিয়েছিলাম। এখন নিঃস্ব হয়ে গেছি।”
বিমানবন্দর থেকে ফিরে আসা দুলু মিয়া (৩০) জানান, “ভিসা ও টিকিট সব জাল ছিল। লোন শোধ করতে না পেরে বাড়িতেও থাকতে পারছি না।”
আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, “আমরা গরিব মানুষ। কষ্টের টাকা দিয়েছিলাম বিদেশ যাওয়ার আশায়। কিন্তু সব শেষ।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবীন্দ্রনাথ কর্মকার ফোনে স্বীকার করেন ১৭ জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা। তবে তার দাবি, “এজেন্সি আমাকে জাল ভিসা ও টিকিট দিয়েছে। আমি চেষ্টা করছি বিষয়টি সমাধান করার।”
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron