যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালত কর্তৃক খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সোমবার (১০ মার্চ) যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় প্রদান করেন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের রায় দেন।
এ রায়ের পর বিএনপির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন, অন্যদিকে মামলার বাদীপক্ষ রায়ের বিরুদ্ধে আপিলের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron