রাষ্ট্র সংস্কারে মৌলিক ঐকমত্য দরকার: অধ্যাপক আলী রীয়াজ

print news
imgh

স্টাফ রিপোর্টার | ঢাকা, ১০ জুলাই ২০২৫:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে সব রাজনৈতিক দলের মধ্যে অভিন্ন উদ্দেশ্য রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১১তম অধিবেশনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

“অনেক বিষয়ে একমত হওয়ার পাশাপাশি রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতেও ঐকমত্য দরকার। কারণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক—সেটা অর্জন করতে চাই আমরা সবাই,” — বলেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, বিগত আলোচনাগুলোর মধ্য দিয়ে ইতোমধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে এবং কিছু বিষয়ে একমতে পৌঁছানো গেছে। বিশেষ করে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ, বিচার বিভাগের স্বাধীনতানাগরিক অধিকার সুরক্ষা নিয়ে প্রায় সব দলের মতামত প্রায় একমুখী।

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুতের লক্ষ্য

কমিশনের কাজ সম্পর্কে আলী রীয়াজ বলেন,

“আমাদের উদ্দেশ্য, সবাইকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করা, যাতে ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোর একটি গ্রহণযোগ্য দিকনির্দেশনা দেওয়া যায়।”

তিনি আরও বলেন, সংলাপে এখনো অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, তবে আলোচনার অগ্রগতির ভিত্তিতে আগামী সপ্তাহে বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

‘কমিশনের কোনো আলাদা উদ্দেশ্য নেই’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কমিশনের সহ-সভাপতি বলেন,

কমিশন আপনাদেরই অংশ। আমাদের আলাদা কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এই কাজের পেছনে কেবলমাত্র একটি রাষ্ট্রভিত্তিক ঐক্যের চেষ্টা রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *