

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে বলে জানিয়েছে দলটি। এ বিষয়ে আজ মঙ্গলবার রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এবং সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।
রিজভী জানান, গত ১৫ জুন কোনো একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্য নিয়ে তার স্বাক্ষর জাল করে একটি বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করে। তিনি বলেন, “ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপির দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এ ধরনের ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র দলীয় দফতর থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিকেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করতে হবে।”
দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।