নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে রিমান্ড শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী তাকে কাশিমপুর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় তাকে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়েছিল। আদালতের নির্দেশে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আইভীর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়।
উল্লেখ্য, গত ৯ মে ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তখন মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর থেকেই তিনি কাশিমপুর মহিলা কারাগারে আটক রয়েছেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron