যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলতে থাকলেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। শনিবার একদিনেই রাশিয়ার অন্তত ১৪টি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় ড্রোন ও আর্টিলারি ব্যবহার করা হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের হামলায় রাশিয়ার ব্রিয়ানস্ক, বেলগোরদ, স্মলেনস্ক, লিপেটস্ক ও ভরোনেজ অঞ্চলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার পর পাল্টা জবাব দিয়েছে রাশিয়াও।
শুক্রবার রাতে ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি আবাসিক এলাকায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন, যাদের মধ্যে ৬ জন শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন—চলতি বছরে এটি রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।
উল্লেখ্য, ক্রিভি রিহ জেলেনস্কির নিজ শহর। হামলার সময় আবাসিক ভবনে আগুন ধরে যায়। নিপ্রোপেত্রভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, আহতের সংখ্যা অন্তত ৫০ জন; এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মানবাধিকার সংস্থা জানায়, রাশিয়া এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো অত্যন্ত দ্রুতগামী এবং প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধ্বংসস্তূপ, মৃতদেহ এবং ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ দেখা গেছে, যদিও এসব ফুটেজের সত্যতা যাচাই সম্ভব হয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron