পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে শক্তভাবে জানানো হয়েছে যে, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের অন্যতম বড় বাধা হলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই গোষ্ঠী রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নয়। ফলে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। আবার তাদের উপেক্ষা করেও সমস্যার সমাধান সম্ভব নয়।
গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে, মিয়ানমারে যুদ্ধ শেষ হলেও প্রকৃত শান্তি আসবে না। এটি আমি স্পষ্টভাবে মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি। আমরা এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে আমাদের প্রতিবেশী হিসেবে রয়েছে এমন এক গোষ্ঠী, যারা রাষ্ট্র নয়, কিন্তু অস্ত্রধারী এবং প্রভাবশালী। এ কারণে তাদের সঙ্গে না পারছি সরাসরি সমঝোতা করতে, না পারছি উপেক্ষা করতে।”
তিনি আরও বলেন, “সমস্যাটি হয়তো একসময় স্থিতিশীল হবে এবং তখন সমাধানের দিকে এগোবে। সে সময় যারা আমাদের বন্ধু এবং আন্তর্জাতিক প্রভাবশালী শক্তি, তাদের এগিয়ে এসে মিয়ানমার সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর যথাযথ চাপ সৃষ্টি করতে হবে।”
তৌহিদ হোসেনের বক্তব্যে উঠে এসেছে, রোহিঙ্গা সংকট কেবল মানবিক ইস্যু নয়, বরং এটি এখন আঞ্চলিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হিসেবেও বিবেচিত হচ্ছে। তাই আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron