লক্ষ্মীপুরের ১০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

print news
img

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার ১০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব গ্রামে সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের মুসল্লিরা রমজান পালন ও ঈদ উদযাপনে সৌদি পদ্ধতি অনুসরণ করেন।

সকাল ৭টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া এসব গ্রামের অন্যান্য মুসল্লিরা পৃথক ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয়দের দাবি, তারা দীর্ঘ ৪৫ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *