লিডস টেস্টে ভারতের ইতিহাস গড়া পাঁচ সেঞ্চুরি, পেছনে পড়ল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

print news
img

লিডস টেস্টে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ভারতীয় ব্যাটাররা। এক ম্যাচেই পাঁচজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করে গড়েছেন টেস্ট ইতিহাসের এক অনন্য রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে ভারতের পাঁচ ব্যাটার শতরান করলেন। ফলে এক ম্যাচে ভারতের সর্বোচ্চ চারটি সেঞ্চুরির পুরোনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে গেল রোহিত শর্মার দল। আগের সেই রেকর্ডটি ছিল বাংলাদেশের (২০০৭, মিরপুর), দক্ষিণ আফ্রিকার (২০১০, ইডেন গার্ডেনস) ও শ্রীলঙ্কার (২০১৭, নাগপুর) বিপক্ষে।

এই লিডস টেস্টে সেঞ্চুরি করা ব্যাটাররা হলেন—যশস্বী জয়সওয়াল (১০১), শুবমান গিল (১৪৭), লোকেশ রাহুল (১৩৭), এবং ঋষভ পন্ত (১৩৪ ও ১১৮)। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ঋষভ পন্ত গড়েছেন আরেকটি রেকর্ড। তিনি হয়েছেন প্রথম এশিয়ান উইকেটরক্ষক, যিনি একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। পুরো টেস্ট ইতিহাসে তিনি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়েছেন। এর আগে কেবল জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ২০০১ সালে একই কীর্তি গড়েছিলেন।

ভারতের ব্যাটিং ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা শুধু দলীয় রেকর্ড নয়, ব্যক্তিগত কীর্তির মাধ্যমেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *