লিবিয়া বছরের শুরু থেকে ১৫ হাজার অভিবাসী আটক, ইতালিতে পৌঁছেছে ৩৫ হাজারের বেশি

print news

মো:শাহরিয়া স্টাফ রিপোর্টার

Img

লিবিয়া থেকে ইউরোপের অভিবাসন প্রবাহ থামছেই না। ২০২৫ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত লিবিয়ার উপকূলে প্রায় ১৪ হাজার ৫৫৪ জন অভিবাসীকে আটক করে দেশটিতে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এদের মধ্যে ১২ হাজার ৬১৭ জন পুরুষ, ১ হাজার ৩২৪ জন নারী এবং ৪৬৮ জন শিশু রয়েছে। একই সময়ে সমুদ্রপথে ৪০০ জনের বেশি মারা গেছেন এবং ৩১৮ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, ইতালিতে এ বছর এখন পর্যন্ত প্রায় ৩৩ হাজার অভিবাসী পৌঁছেছে, যার ৯০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেছে। ২০২৪ সালের তুলনায় লিবিয়া থেকে আগমন ৬৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু প্রথম ছয় মাসেই ইতালির উপকূলে পৌঁছেছে ৩০ হাজারের বেশি অভিবাসী।

আইওএমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১৬ আগস্টের মধ্যে ৫০০ অভিবাসীকে সমুদ্র থেকে আটক করে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ২৯ জন নারী এবং ১৫ জন শিশু ছিল। এর মধ্যে ৪২৬ জন পশ্চিম লিবিয়া থেকে, যা রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে, এবং ৬৫ জন পূর্ব লিবিয়া থেকে, যা খলিফা হাফতারের বাহিনীর নিয়ন্ত্রণাধীন।

অপরাধী চক্রের দৌরাত্ম্য ও ঝুঁকি বৃদ্ধি

লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে পাচারের প্রবণতা বেশি হলেও সাম্প্রতিক সময়ে পূর্বাঞ্চল হয়ে গ্রীসগামী রুট সক্রিয় হয়েছে। পাচারকারীরা অনুকূল আবহাওয়ায় যাত্রার সংখ্যা বাড়িয়ে দিয়েছে, ফলে আসন্ন সপ্তাহগুলোতে ইউরোপে অভিবাসী আগমন আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মানবিক বিপর্যয় ও কূটনৈতিক তৎপরতা

সম্প্রতি ভূমধ্যসাগরে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু ঘটে। একই সময়ে উদ্ধার অভিযান চালানোর সময় লিবিয়ার কোস্টগার্ড ইতালির সমর্থিত এনজিও উদ্ধার জাহাজ ‘Ocean Viking’-এ গুলি চালায়, যা নিয়ে ইউরোপে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এই সংকট মোকাবিলায় তুরস্ক, ইতালি ও লিবিয়ার শীর্ষ নেতারা আগস্টের শুরুতে ইস্তানবুলে বৈঠক করেন, যেখানে অভিবাসন রোধ ও লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

মোঃশাহরিয়া সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *