বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। যার কারণে বিপিএলের শুরু থেকেই খেলা নিয়ে সরব এই নায়ক।
নিজেদের ম্যাচের শেষ খেলা দেখতে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলটির মালিক শাকিব খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিন শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে খুলনা টাইগার্সের।
আরও জানা গেছে, খেলোয়াড়দের উৎসাহ জোগাতে শনিবার দুপুরের পর মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন শাকিব।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস। এদিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ঢাকাই সিনেমার এই নায়ক। তখন শাকিব খান বলেছিলেন, এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।
জানা গেছে, আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর শুটিংয়ে মুম্বাই থাকার কারণে এরমধ্যে অনুষ্ঠিত খেলা দেখতে যেতে পারেননি শাকিব খান। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ করে বুধবার বিকেলে ঢাকায় ফিরেন এই নায়ক।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron