নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শিক্ষা ভবন থেকে মিছিল সহকারে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। সেখানে তারা অবস্থান নিয়ে “ভুয়া ভুয়া”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সচিবালয়ের সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাব সদস্যরা গেটের ভেতর এবং বাইরে সতর্ক অবস্থান নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ের প্রধান ফটক ঘিরে রাখেন এবং কিছুক্ষণ পর ঢাকা বোর্ড ও শিক্ষা ভবনের সামনেও অবস্থান নেয়।
এছাড়া শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ডে ফেল করা পরীক্ষার্থীদের পুনঃমূল্যায়ন এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি তুলে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ চলছিল। কর্তৃপক্ষ এখনো কোনো বিবৃতি দেয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron