নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তবে এই প্রত্যাহারের কারণ বা তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে বিভ্রান্তি, এবং শিক্ষাখাতের বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতি ও শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, শিক্ষা প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron