দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের সঙ্গে পূর্বে সম্পাদিত চুক্তির ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করছে দুদক।
বুধবার (১৪ মে) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া গেলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হবে। আমরা সে লক্ষ্যে এগোচ্ছি।”
এ সময় ব্রিটেনে অবস্থানরত শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, “আত্মপক্ষ সমর্থনের জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করেছেন। আন্তর্জাতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুদক চেয়ারম্যান আরও জানান, কেউ যদি বিদেশে অবস্থান করেন এবং বারবার তলবের পরও হাজির না হন, তাহলে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় পলাতক (Absconding) হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে মামলা হয়। এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron