শেখ হাসিনার অডিওতে এখনও প্রতিশোধপরায়ণ মনোভাব: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

print news
ig

জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আয়োজিত আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়। তিনি অভিযোগ করেন, “এত বড় গণহত্যা হয়েছে, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনও সে প্রতিশোধপরায়ণ।”

মানবতাবিরোধী নৃশংসতার তুলনা করে তিনি বলেন,
“যুদ্ধক্ষেত্রেও একজন যদি গুলি খেয়ে পড়ে থাকে, চিকিৎসা না করান, সেটি অপরাধ। ১৯৭১ সালে পাকিস্তানও হয়তো এত অপরাধ করেনি। ওইটা তো অন্য দেশের বাহিনী। কিন্তু ’৭১ সালে লাশ পুড়িয়ে ফেলেছে, এ রকম নৃশংসতা অন্তত দেখিনি।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভূমিকা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন,
“তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে। একটা এভিডেন্স পেলে দৌড়ে এসে বলে, ‘স্যার, ওমুক জিনিসটা পেয়েছি!’”

তিনি স্বীকার করেন, “অনেক ব্যর্থতা আছে, অজ্ঞতাও আছে। তবে চেষ্টার কোনো কমতি নেই। আপনাদের মতো আমারও মন কাঁদে।”

বিচারের অগ্রগতি নিয়ে তিনি বলেন,
“যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ বিচার আপনারা পাবেন। এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, যা অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *