বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এখনো প্রতিহিংসার মনোভাব বজায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হাজার হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা এখনো দমন-পীড়নের নীতি অনুসরণ করছেন। তিনি আরও অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন জনগণের ভোটাধিকার হরণের একেকটি উদাহরণ।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতারা অতীতে বলেছিলেন, তাদের দল ক্ষমতায় না থাকলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
স্বাস্থ্য খাতের দুরবস্থার বিষয়ে রিজভী বলেন, সরকার সঠিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় দেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য ছুটছেন। তিনি ক্রিকেটার তামিম ইকবালের দেশে চিকিৎসা গ্রহণের প্রসঙ্গ টেনে দেশের চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন।
ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী, ড্যাবের রংপুর জেলা শাখার আহ্বায়ক খালেকুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron