ছাত্র-জনতার অভূতপূর্ব গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলমের তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মার্কেন্টাইল ব্যাংকে থাকা ওই তিনটি হিসাবে মোট ১ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে। মানি লন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকে ২৩টি হিসাবে জমা রয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকারও বেশি। এসব অর্থ তিনি বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করেছেন, যা মানি লন্ডারিংয়ের স্পষ্ট প্রমাণ।
দুদক আরও জানায়, মামলার তদন্ত চলাকালে জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন অস্থাবর সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত ও বিচারকাজ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আদালত তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন, যাতে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron