(২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত দেশ ও জাতির স্বার্থে সংকীর্ণতা ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ বর্তমানে সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের ন্যূনতম সংস্কার সম্পন্ন করে গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।
খালেদা জিয়া বলেন, আমি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালোবাসার মাধ্যমে দেশ গড়তে হবে।
বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় ভার্চুয়ালি সভাপতির বক্তব্য রাখেন। তিনি দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে এসে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেন।
বর্ধিত সভার উদ্বোধনী পর্বে ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপন করা হয় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটি’ নির্মিত ‘প্রথম বাংলাদেশ, আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বর্ধিত সভায় বিএনপি নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আগামীর রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বারোপ করেন। সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানানো হয়।
নবজাগরণ/এমএইচ
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron