সংবাদপত্রের গুণগত মানোন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে টাস্কফোর্স গঠন করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এই টাস্কফোর্স সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সার্বিক কাঠামোগত উন্নয়নে কাজ করবে।
আজ সোমবার (২১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর অংশীজন সভায় তিনি এসব কথা বলেন।
সরকারি নীতিমালার প্রতি গুরুত্বারোপ
উপদেষ্টা বলেন, "যেসব সংবাদপত্র সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, কেবল সেগুলোই সরকারি বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা পাবে।" একই সঙ্গে তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ট্যাক্স প্রদানসংক্রান্ত বিষয় যাচাইয়েরও ওপর গুরুত্বারোপ করেন।
স্বচ্ছতা ও প্রতিযোগিতার আহ্বান
“সরকার কোনো সংবাদপত্র বন্ধ করতে চায় না। তবে সংবাদপত্র প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি স্তরে স্বচ্ছতা থাকতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে একটি সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ,” বলেন মাহফুজ আলম।
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক মন্ত্রী ও সংসদ সদস্য বিভিন্নভাবে গণমাধ্যমের মালিক হয়েছেন। এসব গণমাধ্যমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ
সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, "যেসব সংবাদপত্রের মধ্যে প্রতিযোগিতা থাকবে না, তাদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত নয়।"
তিনি ইংরেজি ভাষার সংবাদপত্রগুলোর জন্য পৃথক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান, যেন কোনো সংবাদপত্র বন্ধ না করা হয়।
এই সভার মাধ্যমে সরকার সংবাদপত্র খাতে একটি কাঠামোগত ও নীতিনির্ভর সংস্কার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গণমাধ্যম জগতে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও প্রতিযোগিতার নতুন ধারা সূচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাসস
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron