

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের অভ্যুত্থানকে একই পরিপ্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে, যা যথার্থ নয় বলে মনে করে বিএনপি। পাশাপাশি, সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবকেও তারা অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলের লিখিত মতামত জমা দেয় বিএনপি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে এ বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনায় স্পেসিফিকেশন থাকা উচিত ছিল, যা অনুপস্থিত রয়েছে। এটি সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং প্রস্তাবনায় ব্যাপক পরিবর্তন বা পুনর্লিখনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে, যা বিএনপির মতে গ্রহণযোগ্য নয়। এটি সংবিধানের তফসিল অংশে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকলেও, মূল প্রস্তাবনায় রাখা উচিত নয়। বিএনপি পঞ্চদশ সংশোধনীর আগের সংবিধানের প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়েছে।
এছাড়া, সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে প্রচলিত রাষ্ট্রের নামকে মেনে নিয়েছে। এটি পরিবর্তন করলে বাস্তবে কী ধরনের অর্জন হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট – তারা এ প্রস্তাবের সঙ্গে একমত নয়।