

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বিরোধী দলের জন্য ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটি গুরুত্বপূর্ণ কমিটি বরাদ্দ করার বিষয়ে সর্বদলীয় ঐকমত্য গড়ে উঠেছে। মঙ্গলবার মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া হবে—এ বিষয়ে সকলে একমত হয়েছেন।” তিনি আরও জানান, সংখ্যাগত ভিত্তিতে বাকি কমিটিতেও বিরোধী দলের সদস্যদের জন্য আনুপাতিক অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সংবিধানের বিতর্কিত ৭০ নম্বর অনুচ্ছেদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “আস্থা ভোট এবং অর্থবিল বাদে অন্য কোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার স্বাধীনতা বিষয়ে ঐকমত্য এসেছে।” তবে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় অবস্থানের বাইরে যাওয়ার স্বাধীনতা না রাখার পক্ষে বিএনপি অনড় অবস্থানে রয়েছে। এই দুটি বিষয় ৭০ অনুচ্ছেদে সংযোজনেরও প্রস্তাব দিয়েছে দলটি।
নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন নিয়ে তিনি জানান, অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও মতভেদ রয়েছে। তবে আলোচনার মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, “জুলাই মাসে প্রকাশিত জাতীয় সনদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের আলাদা ইশতেহারও রাজনৈতিক গুরুত্ব পাবে—এটি ইতোমধ্যেই গৃহীত হয়েছে।”
এইসব সিদ্ধান্তকে আগামী নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য, শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।