নিজস্ব প্রতিবেদক
ঢাকার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ‘দাঙ্গা সৃষ্টি ও হত্যাচেষ্টার’ অভিযোগে অজ্ঞাত ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২২ জুলাই মাইলস্টোন শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ডাক দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা শুরুতে শিক্ষা বোর্ড ও শিক্ষাভবন অভিমুখে গেলেও পরবর্তীতে সচিবালয়ের মূল ফটকে অবস্থান নেয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সচিবালয়ে প্রবেশ না করতে একাধিকবার অনুরোধ করা হলেও তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকে পৌঁছে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে এবং কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছোড়ে। এতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের অনেকে আহত হন।
এছাড়া, অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে সরকারি গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পুলিশের দাবি, এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এতে কিছু ‘স্বার্থান্বেষী দুষ্কৃতকারী’ জড়িত থাকতে পারে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron