

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশের সব ধর্মের মানুষ নিঃসংকোচে ও নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। বর্তমান সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।”
তিনি বলেন, আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
শুক্রবার (২৭ জুন) ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য ও অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এ সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। এই সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, সেজন্য সকলকে ধৈর্য ধরতে হবে।”
অনুষ্ঠানে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং এ আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাদের আত্মদানের মাধ্যমেই শোষণমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ উন্মোচিত হয়েছে।”
রথযাত্রার উদ্বোধনকালে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।