সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে টানা ১২০ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেল তদন্ত সংস্থা। আজ সোমবার (১১ আগস্ট) মামলার প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। একই বছরের ১২ ফেব্রুয়ারি নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেয় এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চেয়ে আবেদন করে। পরে গত ২২ এপ্রিল আদালত ছয় মাস সময় মঞ্জুর করে এবং আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron