সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৭ বার পিছিয়ে, ২১ মে নতুন তারিখ

print news
img

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার, ১৫ এপ্রিল, ঢাকার আদালত আগামী ২১ মে নতুন তারিখ ধার্য করেছে। আদালত সূত্রে জানা যায়, আজ (১৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা হন। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে তদন্তের দায়িত্ব ছিল স্থানীয় পুলিশ কর্মকর্তার, তবে তদন্তে অগ্রগতি না হওয়ায় মামলার তদন্তভার পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর হাতে চলে যায়। দুই মাস পরেও তদন্তে সফল না হওয়ার কারণে মামলার দায়িত্ব হস্তান্তর করা হয় র্যাবের কাছে।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, হাইকোর্টের নির্দেশে র্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *