সাধারণ পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি—পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। এগুলো তাদের জমা দিতে হবে। সাধারণ পুলিশ সদস্যরা মারণাস্ত্র ব্যবহার করবেন না। শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মারণাস্ত্র ব্যবহার করতে পারবেন। তাদের কার্যক্রম অন্যদের থেকে ভিন্ন।"
তিনি আরও জানান, সভায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এ লক্ষ্যে একটি এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকা ও আইন প্রয়োগের ক্ষেত্রে আলোচিত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron