নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার (২৩ জুলাই) গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।”
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সম্প্রতি অভিযুক্তরা সমন্বয়ক পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সে সময় সাবেক এমপি বাসায় না থাকলেও তার স্বামীর কাছে টাকা দাবি করা হয়।
এর আগে অভিযুক্তরা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে যান বলেও দাবি করেন ভুক্তভোগী। শনিবার রাত ৮টার দিকে তারা আবার বাসায় গিয়ে স্বর্ণালংকার নিতে চাইলে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এলাকায় ও শিক্ষার্থী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron