নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
রিমান্ড চাওয়া অন্য তিনজন হলেন:
এর আগে সিদ্দিক আবু জাফর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম। এজাহারে অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই সকাল ১০টায় আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন।
বাদীর অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে নগদ ১০ লাখ টাকা দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন বাদী। এরপরও ১৯ ও ২৬ জুলাই অভিযুক্তরা বাসায় গিয়ে বাকি টাকা দাবি করে চাপ দিতে থাকেন।
ঘটনার পর গুলশান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় এজাহারভুক্ত আসামি কাজী গৌরব অপু পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron