সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের ৭ ব্যাংক হিসাব, ৩.৫ লাখ শেয়ার অবরুদ্ধ, ২ গাড়ি জব্দের নির্দেশ

print news
img

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে তিন লাখ শেয়ার এবং দুটি বিলাসবহুল গাড়ি অবরুদ্ধ ও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আদালতের আদেশে এনাম মেডিক্যাল হাসপাতাল লিমিটেডের তিন লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম অ্যাডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার এবং এনাম ক্যান্সার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি, এক কোটি ৪৬ লাখ টাকা মূল্যের দুটি গাড়িও জব্দ করা হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ব্যাংক হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বিদেশে পাচারের প্রচেষ্টা রয়েছে। তদন্ত চলাকালে এসব সম্পদ রক্ষা করা জরুরি হয়ে পড়ে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডা. এনামুর রহমানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের অস্তিত্ব পাওয়া গেছে, যা তিনি যে কোনো সময় স্থানান্তর বা গোপনে সরিয়ে ফেলতে পারেন। এমনকি, বিদেশে পাচারের আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ দুদক ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, তার নামে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার অপ্রদর্শিত সম্পদের তথ্য রয়েছে। একইসঙ্গে, পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে, যা মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে।

এর আগে, ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *