সাভারে এক দিনে এক লাখ গাছ রোপণ, পরিবেশ সংরক্ষণে ‘Better Dhaka’ উদ্যোগ

print news
img

পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির আওতায় সাভারে এক দিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে। প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি আমাদেরও রক্ষা করবে না।” তিনি গাছ রোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে সাভারসহ আশপাশে ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। পাশাপাশি পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ এবং শব্দ ও বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *