বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে মস্কোতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেক্সান্ডার ফোমিনের সঙ্গে বৈঠকে মিলিত হন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
বৈঠক সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যসূত্র (আইএসপিআর) জানায়, সরকারি সফরে গত রোববার রাশিয়া পৌঁছান সেনাপ্রধান। সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ায় যাবেন, যেখানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানাও পরিদর্শন করবেন। তিনি আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
রাশিয়ায় অবস্থানকালে গত মঙ্গলবার সেনাপ্রধান ও তার প্রতিনিধিদল মস্কোর ঐতিহাসিক আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রচলিত রীতি অনুযায়ী মেট্রোনোমের শব্দের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মিলিটারি অর্কেস্ট্রার মাধ্যমে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। অনুষ্ঠানটি শেষ হয় রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪তম প্রিওব্রাজেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজে।
সামরিক কূটনীতির এ সফর বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron