পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনে আমাদের আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা করা প্রয়োজন। তিনি বলেন, মুসলিম বিশ্বের বর্তমান বাস্তবতায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করা অত্যন্ত জরুরি, যা দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
শনিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত “আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা মূল্যবোধের কথা বললেও তা বাস্তবে প্রয়োগ করি না, আর এখানেই মূল সমস্যা। অর্থনৈতিক মডেলের পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক পুঁজিবাদ আজ প্রাকৃতিক ভারসাম্য ও সামাজিক ন্যায়ের বিরুদ্ধে কাজ করছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বহু দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
রিজওয়ানা হাসান বলেন, আমাদের বর্তমান ভোগবাদী মনোভাব ত্যাগ করতে হবে এবং প্রয়োজন ও লোভের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। যুদ্ধের রাজনীতি বাদ দিয়ে মানবিক ও পরিবেশবান্ধব চিন্তাধারা গ্রহণ করতে হবে। ইসলামি মূল্যবোধ তুলে ধরে তিনি বলেন, ইসলাম বৈষম্যের বিরুদ্ধে এবং অন্যের কল্যাণে সম্পদ ব্যবহারের পক্ষে কথা বলে। অথচ মুসলিম বিশ্ব এখনো মানবিক সংকটে ঐক্যবদ্ধভাবে কথা বলে না, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ইসলামী অর্থনীতিতে যাকাত একটি কার্যকর মডেল, যা গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহারযোগ্য। কিন্তু করব্যবস্থায় গরিবদের প্রকৃত সহায়তা হয় না। তিনি মানবিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ঘৃণা নয়, বৈচিত্র্য গ্রহণ করতে শিখতে হবে। সম্মেলনে তুরস্ক, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং মুসলিম বিশ্বের উন্নয়ন ও মানবিক অগ্রযাত্রায় এনজিও নেতৃত্বের ভূমিকাকে গুরুত্ব দেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron