সামুদ্রিক অভিযানে সাহসিকতার স্বীকৃতি, আইএমও থেকে সম্মাননা পেলো ‘বিসিজিটি প্রমত্ত’ ও কোস্ট গার্ড সদস্যরা

print news
img

সামুদ্রিক পরিবেশ রক্ষায় দৃষ্টান্তমূলক অবদান রাখায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) থেকে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের টাগ বোট ‘বিসিজিটি প্রমত্ত’ ও এর সাহসী সদস্যরা।

শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ২০২৪ সালের ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর সদস্যরা ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে ৪৮ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় জাহাজটিতে বিস্ফোরণের পর সমুদ্রে আগুন ও তেল ছড়িয়ে পড়ে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। কোস্ট গার্ড শুধু অগ্নি নির্বাপণে নয়, বরং তেল দূষণ রোধে ব্যারিয়ার স্থাপন, বর্জ্য সংগ্রহ এবং দুর্ঘটনাকবলিত এলাকায় সমন্বিত উদ্ধার তৎপরতার মাধ্যমে বড় ধরনের বিপর্যয় এড়াতে সক্ষম হয়। অভিযানটি পরিচালিত হয়েছিল তীব্র ঝড়ো আবহাওয়া ও প্রতিকূল স্রোতের মধ্য দিয়ে।

এই অভিযানে পেশাদারিত্ব, দক্ষতা এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ‘বিসিজিটি প্রমত্ত’ ও সংশ্লিষ্ট সদস্যদের আইএমও থেকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পুরো জাতির জন্য গর্বের বিষয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *