ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। বুধবার রাত ৮টা ২০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা সাম্য হত্যাকে বর্বরতা আখ্যা দিয়ে বলেন, এ ঘটনায় দেশের ছাত্রসমাজ মর্মাহত। বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron