

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে চলমান বিশেষ অভিযানে ১ হাজার ৪৫৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৫২ জন, এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৫০৫ জন রয়েছেন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অনেকেই বিভিন্ন মামলায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।”
অস্ত্র উদ্ধার
অভিযানের অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিট দেশীয় এলজি ও রিভলবার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
পুলিশের বক্তব্য
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। নিরাপত্তা রক্ষায় পুলিশের এ পদক্ষেপ সাধারণ নাগরিকদের মাঝে আস্থা ফেরাবে বলেও আশা প্রকাশ করেন এআইজি ইনামুল হক।