সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

print news
img

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রবিবার (১৩ জুলাই) থেকেই সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি সতর্ক করে বলেন, “আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ আন্তরিক।”

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা জানান, তদন্ত দ্রুতগতিতে চলছে এবং ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। দোষীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এই হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “সরকার বিশ্বাস করে, অপরাধী অপরাধীই—তা সে যে দলেরই হোক না কেন। রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি জানান, খুলনার আরেকটি হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য সংস্থা সর্বোচ্চ তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ডিসেম্বর মাসের মধ্যে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করতে পারব বলে আশা করছি। আমরা নির্বাচনকে ঘিরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *