সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মোট ১,৮৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার হয়েছেন ১,২০৩ জন এবং অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন ৬৪৬ জন। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দেশীয় একনলা বন্দুক, পিস্তল, রাইফেল, দেশীয় এলজি, ম্যাগাজিন, গুলি এবং অন্যান্য অপরাধে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, এসব অভিযান চলমান থাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron