সিলেটে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

print news
img

সিলেটে করোনা ভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ একযোগে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন করোনা ও ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে স্বাস্থ্য বিভাগে উদ্বেগ দেখা দিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়—প্রত্যেকটিতে ১০ জন করে। এছাড়া মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সিলেট জেলায় এখন পর্যন্ত ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, আল হারামাইন হাসপাতাল এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে ভর্তি রয়েছেন।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, “জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটাই কমানো সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা ও আশপাশের জায়গাগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।”

তিনি আরও জানান, সময় থাকতেই প্রতিরোধমূলক পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *