গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাফাই গাওয়া বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে—‘খুব সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে’, তাদের আর এবার কেন নেবো? আমাদের দরকার এমন পর্যবেক্ষক যারা সত্যিকারের অভিজ্ঞ ও নিরপেক্ষ।”
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে এবং কমিশন তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছে। সিইসি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়, আমরাও তাদের আমন্ত্রণ জানিয়ে দিয়েছি।”
সিইসির বক্তব্যে স্পষ্ট, এবারের নির্বাচন নিয়ে কমিশন আগের বিতর্কিত অভিজ্ঞতা থেকে বের হয়ে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত আন্তর্জাতিক পর্যবেক্ষণ চায়— যারা সত্যিকারভাবে ভোটের পরিবেশ ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করে মতামত দেবে, না যে আগেভাগেই ‘সুন্দর’ নির্বাচনের সার্টিফিকেট নিয়ে হাজির হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron